2nd Regular Meeting of SWID National Executive Committee


Event Date & Time: Jul 5, 2023 11:00 AM
৫ আগস্ট ২০২৩ শনিবার সকাল ১০ টায় সুইড উপদেষ্টা কমিটির ১ম সভা এবং সুইড জাতীয় নির্বাহী কমিটির ২য় সভা আলমগীর এম এ কবির মিলনায়তন, সুইড ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুইড বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূঁইয়া। সভা সঞ্চালনা করেন সুইড উপদেষ্টা কমিটির সদস্য সচিব এবং সুইড বাংলাদেশের মহাসচিব জনাব মোঃ মাহবুবুল মুনির। সভায় সুইড উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ ছাড়াও সুইড জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
SWID Bangladesh