সুইড আলমগীর এম. এ. কবির মিলনায়তন আধুনিকীকরণ বিষয়ক কমিটির সভা ১১ নভেম্বর ২০২৪ সোমবার বিকেল ৪:০০ টা, স্থান: সুইড ভবন (৪র্থ তলা) || সুইড নির্মাণ, ক্রয়, মেরামত ও রক্ষণাবেক্ষণ সাবকমিটির সভা ১১ নভেম্বর ২০২৪ সোমবার বিকেল ৩:০০ টা, স্থান: সুইড ভবন (৪র্থ তলা)
Contact: [email protected]
SWID Bangladesh
Society for the Welfare of the Intellectually Disabled, Bangladesh

SWID College

 

 

 সুইড বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজ কার্যক্রম

. নাম: সুইড বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজ

. প্রতিষ্ঠাকাল : সুইড বাংলাদেশ এর উদ্যোগে ও প্রচেষ্টায় সুইড বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় এর  অধিভুক্তি লাভ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত স্বারক নম্বর- 07(PRO-1-627) NU/ADHI/5007 তারিখ- ১৮/০৫/২০০৬ অধিভুক্তি কোড নং-৬৫৭৩বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজমসহ অন্যান্য প্রতিবন্ধীদের বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান কল্পে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যা প্রতিষ্ঠিত হয়েছে।

. লক্ষ্য ও উদ্দেশ্য :

r  প্রশিক্ষিত জনবল তৈরী।

r  সমগ্র বাংলাদেশের বিশেষ বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি মান উন্নয়ন।

r  বিশেষ শিক্ষা কার্যক্রমকে ফলপ্রসূ গতিশীল করা

. কার্জাবলী :

প্রতিবন্ধিতা জনিত জাতীয় সমস্যা নিরসন ও প্রশিক্ষিত জনবল সৃষ্টির লক্ষ্যে এ কলেজ চলমান B.S.Ed  সহ ভবিষ্যত M.S.Ed ডিগ্রী কোর্সসহ আবশ্যকবোধে স্বল্পকালীন সার্টিফিকেট কোর্স  ডিপ্লোমা কোর্স  পরিচালনা করবে  

. অধিভুক্ত প্রতিষ্ঠান:

জাতীয় বিশ্ববিদ্যালয়।

. বর্তমান সিলেবাস এবং পাঠদানের বিষয়সমূহ-

. আবশ্যিক বিষয়:

  •     ম পত্র: কোড নং-১০০১: শিক্ষার ভিত্তি ও ব্যবস্থাপনা (Foundation of Education and Management)
  •     য় পত্র: কোড নং-১০০২: শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি  ও শিক্ষা নির্দেশনা (Psychological Foundation and Educational Guidance)
  •      ৩য় পত্র: কোড নং-১০০৩: শিক্ষায় পরিমাপ ও মূল্যায়ন (Education Measurement and Evaluation)
  •     র্থ পত্র: কোড নং-১০০৪: শিশু বর্ধন ও ক্রমবিকাশ (Exceptional Children and Special Educaton))
  •     ৫ম পত্র: কোড নং-১০০৫: ব্যতিক্রমি শিশু ও বিশেষ শিক্ষা (Exceptional Children and Special Education)

. নৈর্বাচনিক বিষয়:

  •     ম পত্র: কোড নং-১৩০১: মানসিক প্রতিবন্ধিতা পরিচিতি (Introduction to Intellectual Disability )
  •     য় পত্র: কোড নং-১৩০২: শনাক্তকরণ, উপদেশনা ও পুনর্বাসন (Assessment, Counseling and Rehabilitation of the Intellectually Disabled  )
  •     য় পত্র: কোড নং-১৩০৩: মানসিক প্রতিবন্ধীদের শিক্ষা ব্যবস্থাপনা ((Educational Management of the Intellectually Disabled 

গ. পাঠদান অনুশীলন (Practice Teaching)

ঘ. মৌখিক পরীক্ষা (Viva-Voce)

. অন্যান্য উল্লেখযোগ্য কার্যক্রম :

  • গভর্নিং বডি নির্বাচন (২০২২-২০২৪)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত সংবিধি-২০১৯ অনুযায়ী কলেজ পরিদর্শক দপ্তরের নির্দেশনামতো এডহক কমিটির ব্যবস্থাপনায় গঠিত সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে গত ২৩/০৬/২০২২ তারিখে দুবছর মেয়াদে (২০২২- ২০২৪) নিয়মিত কলেজ গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন করা হয়েছে। গভর্নিং বডির নিম্ন বর্ণিত সদস্যগণের তালিকা য়থারীতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা দেয়া হয়েছে।

ক্রমিক নং      সদস্যগণের নাম              পদবি

০১.     প্রিন্সিপাল মুহাম্মদ শাহ্ আলম        সভাপতি

০২.     জনাব ফরিদ আহমেদ ভূইয়া         বিদ্যেৎসাহী প্রতিনিধি

০৩.     জনাব মোঃ মাহবুবুর মুনির           হিতৈষী প্রতিনিধি

০৪.     জনাব জওয়াহেরুল ইসলাম মামুন   প্রতিষ্ঠাতা প্রতিনিধি

০৫.     ডাঃ মোঃ শাহনেওয়াজ চৌধুরী       চিকিৎসক প্রতিনিধি

০৬.     মিসেস ফাতেমাতুজ জোহরা    শিক্ষক প্রতিনিধি      

০৭     জনাব মোহাম্মদ নূরুল ইসলাম      সদস্য সচিব (অধ্যক্ষ পদাধিকার বলে)

. মোট কর্মকর্তা-কর্মচারী :

    • অধ্যক্ষ ১ জন,
    • উপাধ্যক্ষ ১ জন,
    • পূর্ণকালীন লেকচারার ৪ জন,
    • খন্ডকালীন ৩ জন, 
    • অফিস সহকারী ১জন,
    • অন্যান্য  ২ জন। 

. জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে প্রক্রিয়াধীন কার্যক্রম:

    • বিএসএড কোর্সের নবায়ন ২০২২
    • অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষক/প্রভাষক নিয়োগ।
    • বিএসএড চূড়ান্ত পরীক্ষা ২০২২

 

SWID Bangladesh
Copyright © 2023 | SWID Bangladesh | Technology Partner: Brain Code Ltd