

৩০ আগস্ট ২০২৩ বুধবার বেলা ১১ টায় সুইড ভবনের আবদুর রহমান কনফারেন্স রুমে CDD, Carers Worldwide, Caretech Foundation, Rangoonwala Foundation এবং SWID Bangladesh এর যৌথ উদ্যোগে ''Workshop on formation of Carers Alliance Bangladesh'' অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন সুইড বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভুঁইয়া, সভাপতিত্ব করেন সিডিডির সভাপতি ও সুইড বাংলাদেশের মেন্টর জনাব জওয়াহেরুল ইসলাম মামুন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন সিডিডির নির্বাহী পরিচালক জনাব এ.এইচ.এম. নোমান খান এবং সুইড বাংলাদেশের মহাসচিব জনাব মো. মাহবুবুল মুনির। কেয়ারার্স এলায়েন্স গঠনের পটভূমি, প্রয়োজনীয়তা, লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন সিডিডির নির্বাহী পরিচালক জনাব এ এইচ এম নোমান খান। প্রস্তাবিত গঠনতন্ত্র ও লোগো উপস্থাপন করে বক্তব্য রাখেন সুইড বাংলাদেশের মহাসচিব জনাব মো. মাহবুবুল মুনির। দেশের বিভিন্ন প্রতিবন্ধী সহায়ক সংগঠনের নেত্রীবৃন্দ ছাড়াও লন্ডন থেকে Online-এ Carers Worldwide এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক Dr. Anil K Patil ওয়ার্কশপে যোগদান করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সবশেষে সম্মানিত প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখেন।