সুইড জাতীয় নির্বাহী কমিটির ১১তম সভা ২৫ জানুয়ারি ২০২৫ শনিবার বেলা ১১:০০ টায় সুইড ভবনের ৪র্থ তলায় অবস্থিত আহমেদ আবদুর রহমান কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।
Contact: [email protected]
SWID Bangladesh
Society for the Welfare of the Intellectually Disabled, Bangladesh

গ্রীষ্মকালীন ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩
Event Date & Time: Sep 22, 2023 10:00 PM

২৩ সেপ্টেম্বর ২০২৩ শনিবার বিকেল তিনটায় "জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি" ও "জাতীয় প্রতিবন্ধী ফোরাম" এর উদ্যোগে এবং ওয়ালটন বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় স্নায়ু বিকাশ প্রতিবন্ধী ব্যক্তিদের ২ দিনব্যাপী (২২ ও ২৩ সেপ্টেম্বর ২০২৩) "গ্রীষ্মকালীন ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩"এর সমাপ্তি দিবসে সুইড বকুলমামুন মাল্টিপারপাস এরিনা, সুইড ভবন (৭ম তলা), ৪/এ ইস্কাটন গার্ডেন, ঢাকায় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুইড বাংলাদেশের যুগ্ম-মহাসচিব জনাব আবুল কাশেম সানি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক ও জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির সভাপতি এফ.এম. ইকবাল বিন আনোয়ার ডন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় প্রতিবন্ধী ফোরাম ও জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির মহাসচিব ড. সেলিনা আখতার। সুইড বাংলাদেশ থেকে পুরস্কার অর্জন করে রুম্পা, দিপু, অহন, আব্দুল্লাহ, খাইরুন, প্রজ্ঞা ও অন্যান্য।

SWID Bangladesh
Copyright © 2023 | SWID Bangladesh | Technology Partner: Brain Code Ltd