সুইড বাংলাদেশের সহযোগিতায় ও সুইড ভোকেশনাল ট্রেনিং স্কুলের আয়োজনে ৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার বেলা ১১:৩০ টায় বিশ্ব সেরিব্রাল পালসি প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান উদ্বোধন করেন সু্ইড জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক সচিব ও সুইড ভকেশনাল ট্রেনিং স্কুলের মনিটর রাশিদা জেসমিন রোজী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেরিব্রাল পালসি প্রতিবন্ধী ব্যক্তি জোবায়ের আহমেদ মৃদুল। বিশেষ অতিথির ভাষণ দেন সেরিব্রাল পালসি প্রতিবন্ধী ব্যক্তি মেহেদী হাসান রুদ্র ও রাশিদা খাতুন রুম্পা। স্বাগত ভাষণ দেন সুইড ভকেশনাল ট্রেনিং স্কুলের সহকারী শিক্ষক সাহাদাত হোসেন সোহেল। অনুষ্ঠানে সর্বিক নির্দেশনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন সুইড বাংলাদেশের মেন্টর জওয়াহেরুল ইসলাম মামুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সুইড জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ পরি বেগম। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয় অহন, দ্বিতীয় হয় খায়রুন জাহান ইতি, তৃতীয় হয় নওরিন। সাংস্কৃতিক অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করে রাশিদা খাতুন রুম্পা ও মেহেদী হাসান রুদ্র। সমবেত নৃত্য পরিবেশন করে নিপা বোস, আবুল কালাম আসাদ, খারুন জাহান ইতি ও অহন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সু্ইড বাংলাদেশ ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকর্তা ইকবাল হোসেন।
বিশ্ব সেরিব্রাল পালসি প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০২৩ উদযাপিত
Event Date & Time: Oct 5, 2023 11:30 AM
SWID Bangladesh