সুইড জাতীয় নির্বাহী কমিটির ১১তম সভা ২৫ জানুয়ারি ২০২৫ শনিবার বেলা ১১:০০ টায় সুইড ভবনের ৪র্থ তলায় অবস্থিত আহমেদ আবদুর রহমান কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।
Contact: [email protected]
SWID Bangladesh
Society for the Welfare of the Intellectually Disabled, Bangladesh

#সুইড ভকেশনাল ট্রেনিং স্কুলের উন্নয়নে IDCOL কর্তৃক ৫,০০,০০০ (পাঁচ লক্ষ ) টাকার উপহার চেক হস্তান্তর#
Event Date & Time: Oct 18, 2023 4:30 PM

#সুইড ভকেশনাল ট্রেনিং স্কুলের উন্নয়নে IDCOL কর্তৃক ৫,০০,০০০ (পাঁচ লক্ষ ) টাকার উপহার চেক হস্তান্তর# ১৮ অক্টোবর ২০২৩ বুধবার বিকেল ৪:৩০ টায় সুইড ভবনের আহমেদ আবদুর রহমান কনফারেন্স রুমে ‘সুইড ভকেশনাল ট্রেনিং স্কুলের‘ এর উন্নয়নের লক্ষ্যে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার উপহার চেক সুইড বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভুইয়ার হাতে হস্তান্তর করেন INFRASTRUCTURE DEVELOPMENT COMPANY LIMITED (IDCOL) এর Executive Director and CEO জনাব আলমগীর মোর্শেদ। এ সময় সুইড বাংলাদেশের মেন্টর জনাব জওয়াহেরুল ইসলাম মামুন, মহাসচিব জনাব মো. মাহবুবুল মুনির, যুগ্ম-মহাসচিব জনাব ইমেলদা হোসেন দীপা, সাংস্কৃতিক সচিব জনাব রাশিদা জেসমিন রোজী উপস্থিত ছিলেন।

SWID Bangladesh
Copyright © 2023 | SWID Bangladesh | Technology Partner: Brain Code Ltd