

সুইড বাংলাদেশ এবং সিডিডি-র যৌথ উদ্যোগে ১৯ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে "আন্তর্জাতিক কেয়ারার দিবস ২০২৩" উদযাপিত হয় । কেয়ারার এবং তাদের প্রতিবন্ধী সন্তানদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। মোট ৬০০ জন প্রতিবন্ধী ব্যক্তির কেয়ারার বা পরিচর্যাকারী সহ সরকারী এবং এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দিবসটিকে কেন্দ্র করে প্রতিবন্ধী ব্যক্তির কেয়ারার বা পরিচর্যাকারীরা সক্রিয় অংশগ্রহণ করে তাদের অধিকারের বিষয়গুলো আলোচনায় নিয়ে আসেন। কেয়ারার দিবসের অনুষ্ঠানে সাভার কেয়ারার এ্যাসোসিয়েশন সভাপতি ভিডিও চিত্র উপস্থাপনের মাধ্যমে কেয়ারারদের অবস্থা এবং অগ্রগতি তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে কেয়ারাররা তাদের ভাতা, কেয়ারার সনদ এবং অধিকার ও সুরক্ষা আইন প্রণয়নের বিষয়গুলিতে দাবি জানান। অনুষ্ঠানে সিডিডি সাভার এলাকায় ১০০৮ জন কেয়ারারদের সাথে কেয়ারার মডেল বাস্তবায়নের সুফল গুলো উপস্থাপন করে। অনুষ্ঠানটি সফল ভাবে বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতা করেন সুইড বাংলাদেশের সভাপতি ও আহমেদ আবদুর রহমান ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভুইয়া এবং ইউকে ভিত্তিক সংগঠন কেয়ারারস ওয়ার্ল্ডওয়াইড। কেয়ারার দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব ড. শাহনাজ আরেফিন, সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রনালয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর ও ড. মোঃ আনোয়ার উল্ল্যাহ, এফসিএমএ যুগ্মসচিব, প্রশাসন অনুবিভাগ, পরিকল্পনা মন্ত্রনালয় প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিডিডির নির্বাহী পরিচালক জনাব এ এইচ এম নোমান খান। এবারের দিবসের উল্লেখযোগ্য দিক ছিল কেয়ারারস এ্যালায়েন্স বাংলাদেশের অনুষ্ঠানিক পথ চলা শুরু, যা কেয়ারারদের অধিকার বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করবে। অনুষ্ঠানটিতে কেয়ারার ওয়ার্ল্ডওয়াইড এর নিবার্হী পরিচালক জনাব অনিল কুমার পাটিল এবং উক্ত সংস্থার চেয়ারপারসন উপস্থিত ছিলেন এবং সম্মানিত প্রধান অতিথির মাধ্যমে কেয়ারার কার্যক্রমের ইম্প্যাক্ট রিপোর্টের মোড়ক উম্মোচন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ কেয়ারাদের সাথে থেকে তাদের উন্নয়নে কাজ করার আশা ব্যক্ত করেন। কেয়ারার দিবসের সফল অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্বে ছিলেন সুইড বাংলাদেশের মেন্টর ও সিডিডির সভাপতি জনাব জওয়াহেরুল ইসলাম মামুন।