সুইড বাংলাদেশ জাতীয় কাউন্সিলের “৪৫ তম বার্ষিক সাধারণ সভা ২০২৪” আগামী ২৪ মে ২০২৪ শুক্রবার সকাল ৯:৩০ টায় আলমগীর এম এ কবির মিলনায়তন, সুইড ভবন (নিচ তলা), ৪/এ ইস্কাটন গার্ডেন, ঢাকায় অনুষ্ঠিত হবে।
Contact: [email protected]
SWID Bangladesh
Society for the Welfare of the Intellectually Disabled, Bangladesh

মহীয়সী নারী, জনকল্যাণকর্মী, বিদুষী ও জনহিতৈষী মমতাজ বেগম বকুল এর ৫ম মৃত্যুবার্ষিকী।
Event Date & Time: Jan 19, 2024 2:00 PM

২০১৯ সালের ১৯ জানুয়ারি মহীয়সী নারী, জনকল্যাণকর্মী, বিদুষী ও জনহিতৈষী মমতাজ বেগম বকুল ইন্তেকাল করেন। ১৯ জানুয়ারি ২০২৪ তার ৫ম মৃত্যুবার্ষিকী। তিনি অনন্ত প্রকাশনীর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন, সুইড বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ছিলেন, জামালপুর বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি দীর্ঘদিন মানব সেবায় নিয়োজিত ছিলেন। অসংখ্য কবিতা, গল্প ও প্রবন্ধ রচনা করেছিলেন। তার ৫ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ১৮ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার সুইড রত্নগর্ভা শহীদ জননী খুরশিদ আরা মসজিদ, সুইড ভবনে (৭ম তলা) বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভুইয়া, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপ্যাল মুহাম্মদ শাহ আলম, মহাসচিব জনাব মো. মাহবুবুল মুনির, যুগ্ম-মহাসচিব ইমেলদা হোসেন দীপা, অর্থ সচিব জনাব যোবায়দুর রহমান মিলন, সাংগঠনিক সচিব জনাব মো. মাকসুদ আহমেদ শিকদার, প্রচার ও প্রকাশনা সচিব জনাব বকুল চন্দ্র মহন্ত, ক্রীড়া সচিব জনাব মো. আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক সচিব জনাব রাশিদা জেসমিন রোজী, কল্যাণ ও পুনর্বাসন সচিব ডা: মো: শাহনেওয়াজ চৌধুরী, সদস্য জনাব ফকির আবু হাসান মোহাম্মদ ইউসুফ সোহেল, সদস্য জনাব শাহ-পরি বেগম, সুইড বাংলাদেশের সাবেক মহাসচিব ও সুইড রমনা শাখার সভাপতি সাজেদা হুমায়ূন কবির, সুইড উপদেষ্টা কমিটির সদস্য প্রকৌশলী রেজাউল করিম, গেন্ডারিয়া শাখার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. আব্দুর রাজ্জাক, উইলস লিটল ফ্লাওয়ার শাখার প্রধান শিক্ষক মাওলানা মো. ইয়াকুব আলী, নারায়ণগঞ্জ শাখার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ফজলুল আমীন, ইস্কাটন গার্ডেন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম, হলি ফ্যামিলি হাসপাতাল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু রায়হান, সম্ভব অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পুর্ণজয় ব্যানাজী টিংকু, সুইড বাংলাদেশের শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। আগামী ১৯ জানুয়ারি ২০২৪ শুক্রবার জামালপুরের পুরাতন বাস স্টেশন জামে মসজিদে বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং ২০ জানুয়ারি ২০২৪ শনিবার টাঙ্গাইলের মধুপুর টেংরী গোরস্থান সংলগ্ন মাদ্রাসা মসজিদে বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন সেই দোয়া করি। সেই সাথে তার শোকাহত পরিবারবর্গের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

SWID Bangladesh
Copyright © 2023 | SWID Bangladesh | Technology Partner: Brain Code Ltd