সুইড বাংলাদেশ জাতীয় কাউন্সিলের “৪৫ তম বার্ষিক সাধারণ সভা ২০২৪” আগামী ২৪ মে ২০২৪ শুক্রবার সকাল ৯:৩০ টায় আলমগীর এম এ কবির মিলনায়তন, সুইড ভবন (নিচ তলা), ৪/এ ইস্কাটন গার্ডেন, ঢাকায় অনুষ্ঠিত হবে।
Contact: [email protected]
SWID Bangladesh
Society for the Welfare of the Intellectually Disabled, Bangladesh

টোটাল ফিটনেস ও স্ট্রেস ম্যানেজমেন্ট বিষয়ক বিশেষ সেমিনার
Event Date & Time: Jan 18, 2024 11:00 AM

১৮ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার বেলা ১১ টায় সুইড ভবনের দোতলায় অবস্থিত লেকচার হলে কোয়ান্টাম ফাউন্ডেশন শাহবাগ শাখার উদ্যোগে এবং সুইড বাংলাদেশের সহযোগিতায় "টোটাল ফিটনেস ও স্ট্রেস ম্যানেজমেন্ট বিষয়ক বিশেষ সেমিনার" অনুষ্ঠিত হয়। সুইড বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূঁইয়া সেমিনারের উদ্বোধন ঘোষণা করেন। স্বাগত ভাষণ দেন সুইড বাংলাদেশের মেন্টর জনাব জওয়াহেরুল ইসলাম মামুন। বিশেষ অতিথি ছিলেন সুইড কলেজ গভর্নিং বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল মুহাম্মদ শাহ আলম। আমন্ত্রিত অতিথি ছিলেন সুইড বাংলাদেশের মহাসচিব জনাব মোঃ মাহবুবুল মুনির। সেমিনার পরিচালনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার প্রকৌশলী প্রাণজিত লাল শীল। শুভেচ্ছা বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশন এর আইডেন্টিয়ার শামীমা চৌধুরী। সুইড ভোকেশনাল ট্রেনিং স্কুল এবং সুইড ল্যাবরেটরির স্কুলের অভিভাবক, শিক্ষক ও কর্মকর্তা বৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।

SWID Bangladesh
Copyright © 2023 | SWID Bangladesh | Technology Partner: Brain Code Ltd