

২০ জানুয়ারি ২০২৪ শনিবার সকাল ১০:৩০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী ঢাকায় রেইনবো ফিল্ম সোসাইটি ও এসোসিয়েশন উইথ ডাউন সিনড্রোম সোসাইটি বাংলাদেশ আয়োজিত “২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪” শিশু চলচ্চিত্র বিভাগ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণ দেন সুইড বাংলাদেশের মহাসচিব জনাব মো. মাহবুবুল মুনির। অনুষ্ঠানে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন মঙ্গোলিয়ান অভিনেতা কতৃর্ক অভিনিত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত মঙ্গোলিয়ান চলচ্চিত্র TRIO প্রদর্শন করা হয়। সুইড বাংলাদেশের শিক্ষার্থী শিল্পীরা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে। ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সরদার এ রাজ্জাক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চিফ কনসালটেন্ট ও চেয়ারম্যান প্রফেসর সরদার এ নাঈম অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন।