সুইড জাতীয় নির্বাহী কমিটির ১১তম সভা ২৫ জানুয়ারি ২০২৫ শনিবার বেলা ১১:০০ টায় সুইড ভবনের ৪র্থ তলায় অবস্থিত আহমেদ আবদুর রহমান কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।
Contact: [email protected]
SWID Bangladesh
Society for the Welfare of the Intellectually Disabled, Bangladesh

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উদযাপন
Event Date & Time: Feb 21, 2024 9:30 AM

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উদযাপন উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার সকাল ৯:৩০ টায় সুইড ভবন প্রাঙ্গণ ও সুইড ইস্কাটন গার্ডেন রোডে সুইড বাংলাদেশ পতাকা অর্ধনমিতকরণ, শহীদ মিনারে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন, দোয়া, শোক শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে পতাকা অর্ধনমিতকরণ পর্বে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করেন সুইড বাংলাদেশের মহাসচিব মো. মাহবুবুল মুনির এবং সুইড পতাকা অর্ধনমিত করেন সাংস্কৃতিক সচিব রাশিদা জেসমিন রোজী। এ সময় সুইড বাংলাদেশের মেন্টর উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সুইড ভকেশনাল ট্রেনিং স্কুলের প্রধান শিক্ষক মাসুদা খানম কনা ও শিক্ষার্থীবৃন্দ। সুইড ভবন প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। সুইড রত্নগর্ভা শহীদ জননী খুরশিদ আরা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. সামিউল ইসলাম দোয়া পরিচালনা করেন। সুইড ইস্কাটন গার্ডেন রোডে অনুষ্ঠিত হয় শোক শোভাযাত্রা। শোভাযাত্রায় মেন্টর জওয়াহেরুল ইসলাম মামুন, মহাসচিব মো. মাহবুবুল মুনির, যুগ্ম-মহাসচিব ইমেলদা হোসেন দীপা, সাংস্কৃতিক সচিব রাশিদা জেসমিন রোজীসহ সুইড বাংলাদেশের পরিচালক (ভারপ্রাপ্ত), সহকারী পরিচালক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ; ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র চৌধুরী, সুইড বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকবৃন্দ; সুইড ভকেশনাল ট্রেনিং স্কুল, সুইড ল্যাবরেটরী মডেল স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ। শোভাযাত্রা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুইড বাংলাদেশের শিক্ষার্থীবৃন্দ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সুইড ভকেশনাল ট্রেনিং স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সুইড ধানমন্ডি শাখার প্রধান শিক্ষক ও শিক্ষার্থী, সুইড ল্যাবরেটরী মডেল স্কুলের শিক্ষার্থীবৃন্দ একক সঙ্গীত, একক নৃত্য ও সমবেত নৃত্য পরিবেশন করে। মাউথ অর্গান পরিবেশন করে শিক্ষার্থী মুন্না। পরিশেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রুবাইয়াত আহসান অহন, দ্বিতীয় স্থান অধিকার করে দীপঙ্কর দে তীর্থ এবং তৃতীয় স্থান অধিকার করে খায়রুন জাহান। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে পুরস্কার প্রদান করা হয়।

SWID Bangladesh
Copyright © 2023 | SWID Bangladesh | Technology Partner: Brain Code Ltd