সুইড আলমগীর এম. এ. কবির মিলনায়তন আধুনিকীকরণ বিষয়ক কমিটির সভা ১১ নভেম্বর ২০২৪ সোমবার বিকেল ৪:০০ টা, স্থান: সুইড ভবন (৪র্থ তলা) || সুইড নির্মাণ, ক্রয়, মেরামত ও রক্ষণাবেক্ষণ সাবকমিটির সভা ১১ নভেম্বর ২০২৪ সোমবার বিকেল ৩:০০ টা, স্থান: সুইড ভবন (৪র্থ তলা)
Contact: [email protected]
SWID Bangladesh
Society for the Welfare of the Intellectually Disabled, Bangladesh

সুইড বাংলাদেশ জাতীয় কাউন্সিলের ৪৫ তম বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত:
Event Date & Time: May 24, 2024 9:30 AM

সুইড বাংলাদেশ জাতীয় কাউন্সিলের “৪৫ তম বার্ষিক সাধারণ সভা ২০২৪” রোজ শুক্রবার, ২৪ মে ২০২৪ সকাল ৯:৩০ টায় সুইড আলমগীর এম এ কবির মিলনায়তন, সুইড ভবন (নিচ তলা), ৪/এ ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০ এ অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভার ১ম অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সুইড রত্নগর্ভা শহীদ খুরশিদ আরা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো: সামিউল ইসলাম, পবিত্র গীতা পাঠ করে স্নায়ুবিকাশ প্রতিবন্ধী শিক্ষার্থী দীপঙ্কর দে তীর্থ, পবিত্র বাইবেল থেকে পাঠ করেন স্নায়ুবিকাশ প্রতিবন্ধী শিক্ষার্থী ওয়েন্স এর মাতা মার্গারেট নকরেট মার্ক, পবিত্র ত্রিপিটক পাঠ করেন পরলোকগত স্নায়ুবিকাশ প্রতিবন্ধী অভিজিত বড়ুয়া পলুর কনিষ্ঠ ভ্রাতা জনাব দীপ্ত বড়য়া তুশি। শোক প্রস্তাব পাঠ ও দোয়া পরিচালনা করেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপ্যাল মুহাম্মদ শাহ আলম। স্বাগত বক্তব্য রাখেন সুইড মহাসচিব মো: মাহবুবুল মুনির। তিনি তার স্বাগত বক্তব্যে সুইড বাংলাদেশের বিগত বছরের কার্যক্রম সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করেন, শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সুইড উপদেষ্টা পরিষদের সদস্য মিতালী হোসেন ও সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম) ও উপসচিব জনাব ড. মো: রওশন জামাল। বার্ষিক সাধারণ সভার উদ্বোধন ঘোষণা করেন সুইড বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভুইয়া।২য় অধিবেশনে ৪৪তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন মহাসচিব মো. মাহবুবুল মুনির। অর্থ সচিবের আর্থিক প্রতিবেদন-২০২৩, অডিট রিপোর্ট-২০২৩, প্রস্তাবিত বাজেট-২০২৪, বার্ষিক কর্ম-পরিকল্পনা ২০২৪ পাঠ ও আগামী ২০২৪ অর্থ বছরের জন্য ১,৭৫,০০০/- টাকায় অডিটর নিয়োগের প্রস্তাব করেন অর্থ সচিব জনাব যোবায়েদুর রহমান মিলন। এই পর্যায়ে সভাপতির আহ্বানে সভায় আগত কাউন্সিলরবৃন্দ যথাক্রমে ফেনী শাখার এ্যাড. সমির চন্দ্র কর, সরিষাবাড়ি শাখার মাশুক জান্নাত মহিমা ও অধ্যক্ষ মুহাম্মদ ফজলুর রহমান, জামালপুর শাখার অজয় কুমার পাল, চাঁদপুর শাখার প্রফেসর ইসমাইল হোসেন তপাদার, কুমিল্লা শাখার জনাব আবদুল কুদ্দুস, দিনাজপুর শাখার জনাব আজহারুল আজাদ জুয়েল, সুইড ঝিনাইদহ-মগরখালী শাখার মো: খলিলুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ শাখার জনাব মো: আবদুল খালেক, রাজশাহী শাখার মোহাম্মদ আনোয়ার হোসেন, উইলস লিটল ফ্লাওয়ার শাখার আশিক জান্নাত রুপম, টাঙ্গাইল-নাগরপুর শাখার সামসুন নাহার, ফরিদপুর শাখার ফারুক আহমেদ হালিম, ভালুকা শাখার জনাব মনিরা সুলতানা মনি ও রমনা শাখার সাজেদা হুমায়ুন কবির আলোচনা করেন - বক্তাগণ বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন, সকলেই বার্ষিক প্রতিবেদনকে সুন্দর বলে অভিহিত করে মহাসচিব ও জাতীয় নির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান। মহাসচিব আলোচনায় উত্থাপিত সকল প্রশ্নের উত্তর দেন। আলোচনা শেষে বিগত ৪৪তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, মহাসচিবের বার্ষিক প্রতিবেদন, অর্থ সচিবের আর্থিক প্রতিবেদন, অডিট রিপোর্ট ২০২৩, বাজেট ২০২৪ ও বার্ষিক কর্মপরিকল্পনা অনুমোদিত হয় এবং আগামী ২০২৪ সালের জন্য ১,৭৫,০০০/- টাকায় মেসার্স কাজী জহির খান এ- কোম্পানীকে নিয়োগ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সুইড রত্নগর্ভা শহীদ জননী খুরশিদ আরা জামে মসজিদ আনুষ্ঠানিক ভাবে জুম্মার সালাত আদায় করার বিষয়ে ইসলামী সরিয়ার বিধান অনুযায়ী ব্যবস্থাদি সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। শেষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভুইয়া সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি সকলকে সুইড রত্নগর্ভা শহীদ জননী খুরশিদ আরা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করার এবং দুপুরের খাবারের আমন্ত্রণ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

SWID Bangladesh
Copyright © 2023 | SWID Bangladesh | Technology Partner: Brain Code Ltd