

সুইড বাংলাদেশ ভান্ডারিয়া শাখা পরিচালিত ভান্ডারিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিসটিক বিদ্যালয়ের শিক্ষার্থী যুথী খানম এর ( পিতা: আনোয়ার মোল্লা, মাতা: নাজমা আক্তার ) আঁকা চিত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার ‘শুভ নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ' শুভেচ্ছা কার্ডে ব্যবহার করেছেন এবং তাকে ১ লক্ষ টাকা উপহার প্রদান করেছেন। ১৫ জুলাই ২০২৪ সোমবার দুপুর ২:০০ টায় সুইড বাংলাদেশের মেন্টর জনাব জওয়াহেরুল ইসলাম মামুন উক্ত চেক যুথী খানম এর হাতে তুলে দেন। এসময় সুইড বাংলাদেশের উপদেষ্টা ডাঃ আফসার আলী খান, সাংস্কৃতিক সচিব জনাব রাশিদা জেসমিন রোজী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ পরি বেগম, নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল আলম খন্দকার, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, ভান্ডারিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চন্দ্র কির্তনীয়া, সহকারী শিক্ষক জনাব বশির উদ্দিন ও যুথী খানম এর পিতামাতা উপস্থিত ছিলেন । সুইড বাংলাদেশের পক্ষ থেকে যুথী খানমকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ও তার সর্বাঙ্গীণ সুন্দর জীবন কামনা করছি। - বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভুইয়া, সভাপতি এবং মো. মাহবুবুল মুনির, মহাসচিব, সুইড বাংলাদেশ