

৩০ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার বাদ যোহর সুইড রত্নগর্ভা শহীদ জননী খুরশিদ আরা মসজিদে হাজী ছৈয়দ আহম্মদ ফাউন্ডেশনের সৌজন্যে “বার্ষিক মিলাদ মাহফিল ২০২৫” অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন সুইড গেন্ডারিয়া শাখার প্রধান শিক্ষক ও সুইড রত্নগর্ভা শহীদ জননী খুরশিদ আরা মসজিদের খতিব মওলানা মোঃ আব্দুর রাজ্জাক, তাকে সহযোগিতা করেন সুইড উইলস লিটল ফ্লাওয়ার শাখার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোঃ ইয়াকুব আলী, সুইড নারায়ণগঞ্জ শাখার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ফজলুল আমিন এবং সুইড রত্নগর্ভা শহীদ জননী খুরশিদ আরা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ সামিউল ইসলাম। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের সভাপতি ডাঃ মোঃ শাহনেওয়াজ চৌধুরী, মেন্টর জনাব জওয়াহেরুল ইসলাম মামুন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপ্যাল মুহাম্মদ শাহ আলম, মহাসচিব জনাব মোঃ মাহবুবুল মুনির, যুগ্ম-মহাসচিব জনাব ইমেলদা হোসেন দীপা, যুগ্ম-মহাসচিব আবুল কাশেম সানি, প্রচার ও প্রকাশনা সচিব বকুল চন্দ্র মহন্ত, সাংস্কৃতিক সচিব জনাব রাশিদা জেসমিন রোজী, সদস্য জনাব ফকির আবু হাসান মোঃ ইউসুফ সোহেল, সদস্য জনাব রেজওয়ান মিয়া, সদস্য জনাব শাহ আলম সরকার মিন্টু, সুইড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ নূরুল ইসলাম, প্রভাষক ও কর্মচারীবৃন্দ; সুইড ভকেশনাল ট্রেনিং স্কুলের প্রধান শিক্ষক মাসুদা খানম কনা, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ; সুইড ল্যাবরেটরী মডেল স্কুলের প্রধান শিক্ষক সিম্মি সামাদ, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ; সুইড মোহাম্মদপুর শাখার প্রধান শিক্ষক সুরাইয়া খানম পান্না, শিক্ষক ও কর্মচারীবৃন্দ, সুইড বাংলাদেশের পরিচালক জনাব মোঃ মোখলেছুর রহমান, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং দি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।