SWID Bangladesh
Society for the Welfare of the Intellectually Disabled, Bangladesh

বাংলা নববর্ষ ১৪৩২ বরণ
Event Date & Time: Apr 14, 2025 10:00 AM

বাংলা নববর্ষ ১৪৩২ বরণ উপলক্ষে সুইড বাংলাদেশ পহেলা বৈশাখ ১৪৩২/ ১৪ এপ্রিল ২০২৫ সোমবার শোভাযাত্রা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করে। সকাল ১০ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা সুইড খেলার মাঠ থেকে শুরু হয়ে ইস্কাটন গার্ডেন রোড প্রদক্ষিণ করে সুইড খেলার মাঠে ফিরে আসে। সুইড বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নববর্ষের বিভিন্ন ধরণের রঙিন প্লাকার্ড ও পালকি নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। আলোচনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুইড বাংলাদেশের মহাসচিব জনাব মোঃ মাহবুবুল মুনির, সভাপতি ডাঃ মোঃ শাহনেওয়াজ চৌধুরী তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানমালা উদ্বোধন ঘোষণা করেন। সহ-সভাপতি এ্যাড. মাহাবুবার রহমান তালুকদার, যুগ্ম-মহাসচিব জনাব আবুল কাশেম সানি, সাংস্কৃতিক সচিব জনাব রাশিদা জেসমিন রোজী, প্রচার ও প্রকাশনা সচিব জনাব বকুল চন্দ্র মহন্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। বর্ণাঢ্য বর্ণিল ও বহুমাত্রিক রূপে সুসজ্জিত আলোকিত মঞ্চে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে তাদের প্রতিভাদিপ্ত পরিবেশনা উপস্থাপন করেন। নয়নাভিরাম ও চিত্তাকর্ষক এই আয়োজন ছিল মনোমুগ্ধকর। বিগত প্রায় ৫০ বছর ধরে সুইড বাংলাদেশে এ ধরনের দিবস উদযাপন ও অনুষ্ঠানের মাধ্যমে স্নায়ুবিকাশ প্রতিবন্ধী শিক্ষার্থীদের সামাজিক ভাবে অন্তর্ভুক্তির অভিযাত্রায় গতিবেগ বর্ধিত করতে বিরামহীন কাজ করছে।

SWID Bangladesh
Copyright © 2023 | SWID Bangladesh | Technology Partner: Brain Code Ltd