

সুইড বাংলাদেশ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার সকাল ১০ টায় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন, শোক রেলি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হামদ-নাত পরিবেশন ও দোয়া মাহফিলের আয়োজন করে। সকাল ১০ টায় সুইড বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভুঁইয়া জাতীয় পতাকা এবং সাংস্কৃতিক সচিব রাশিদা জেসমিন রোজী সুইড পতাকা অর্ধনমিত করার মাধ্যমে অনুষ্ঠানমালা উদ্বোধন করেন। এ সময় মেন্টর জওয়াহেরুল ইসলাম মামুন এবং প্রচার ও প্রকাশনা সচিব বকুল চন্দ্র মহন্ত উপস্থিত ছিলেন। এরপর সুইড প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। সুইড বাংলাদেশ পরিবারের সকল স্তরের সদস্যদের অংশগ্রহণে শোক রেলি অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় সুইড ভকেশনাল ট্রেনিং সেন্টারের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং হামদ ও নাত পরিবেশন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন মো. তারেকুল আলম খন্দকার হীরক, দ্বিতীয় স্থান অধিকার করেন তান্নু এবং তৃতীয় স্থান অধিকার করেন মো. রাফি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সুইড বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভুঁইয়া। স্বাগত বক্তব্য দেন সুইড ভকেশনাল ট্রেনিং স্কুলের প্রধান শিক্ষক মাসুদা খানম কনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক সচিব রাশিদা জেসমিন রোজী এবং প্রচার ও প্রকাশনা সচিব বকুল চন্দ্র মহন্ত । অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য জলখাবারের ব্যবস্থা করেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভুঁইয়া। বাদ যোহর রত্নগর্ভা শহীদ জননী খুরশিদ আরা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো: সামিউল ইসলাম। দেয়া মাহফিল শেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানমালা শেষ হয়।