৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গিফট বক্স বিতরণ। ৩ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার বেলা ১১:৩০ টা, সুইড বকুলমামুন মাল্টিপারপাস এরিনা, সুইড ভবন (৭ম তলা), ৪/এ ইস্কাটন গার্ডেন, ঢাকা ১০০০।
Contact: [email protected]
SWID Bangladesh
Society for the Welfare of the Intellectually Disabled, Bangladesh

SWID NIIDA

১. নীডার ক্লিনিকাল সার্ভিসেস বিভাগের আওতায় গত ৬.৮.২৩ থেকে ১৩.১০.২৩ পর্যন্ত ১৮ জনকে স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ এ্যসেসমেন্ট ও থেরাপি, ১৫ জনকে সাইকোলজিক্যাল এ্যসেসমেন্ট ও প্রয়োজনীয় পরামর্শ এবং ১১১ জনকে (৪ জন স্টাফ, ৮০ জন বহিরাগত ও ২৭ জন শিক্ষার্থী ফিজিওথেরাপী সেবা প্রদান করা হয়েছে।

২. গত ৬ অক্টোবর ‘২২ থেকে ৮ অক্টোবর ‘২৩ তারিখ পর্যন্ত সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সুইড জামালপুর শাখা স্কুল ভবনে সুইড জামালপুর শাখা স্কুল ভবনে সুইড জামালপুর এবং সরিষাবাড়ি শাখার মোট ২১ জন প্রশিক্ষণার্থীকে স্নায়ুবিকাশ প্রতিবন্ধী শিক্ষার্থীদের থেরাপী সেবা সরঞ্জামাদি ব্যবহারের মাধ্যমে শিক্ষা ও  প্রশিক্ষণ বিষয়ে নীডার তত্ত্বাবধানে থেরাপি সেবা প্রদান শীর্ষক প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন:

ক. হাফসা হোসাইন ফারহানা, সাইকোলজিস্ট , সুইড বাংলাদেশ।

খ. ফাতেমা আকতার, স্পিচ থেরাপিস্ট , সুইড বাংলাদেশ।

গ. মোঃ শহীদ, ফিজিওথেরাপিস্ট, সুইড বাংলাদেশ।

SWID Bangladesh
Copyright © 2023 | SWID Bangladesh | Technology Partner: Brain Code Ltd