২৪ সেপ্টেম্বর ২০২৩ রবিবার সকাল ৯ টায় সুইড বাংলাদেশ “অপারেশন জেনারেশন” এর পৃষ্ঠপোষকতায় স্নায়ুবিকাশ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে Gift Box বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে সুইড বাংলাদেশের শিক্ষার্থীরা ২ টি নৃত্য পরিবেশন করে। আলোচনা অনুষ্ঠানের প্রথমে স্বাগত ভাষণ দেন সুইড বাংলাদেশের মহাসচিব মো. মাহবুবুল মুনির। সভাপতির ভাষণ দেন সুইড বাংলাদেশের সভাপতি ও আহমেদ আবদুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভুঁইয়া। ঢাকা জেলার মাননীয় জেলা প্রশাসক আনিসুর রহমান প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন, অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন এবং সুইড বাংলাদেশের স্নায়ুবিকাশ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে Gift Box বিতরণ করেন । সুইড বাংলাদেশের মেন্টর জওয়াহেরুল ইসলাম মামুন, সহ-সভাপতি প্রিন্সিপ্যাল মুহাম্মদ শাহ আলম, যুগ্ম-মহাসচিব ইমেলদা হোসেন দীপা, সাংস্কৃতিক সচিব রাশিদা জেসমিন রোজী, সদস্য শাহ পরি বেগম, সুইড লালমনিরহাট শাখার নির্বাহী সচিব সুপেন্দ্র নাথ দত্ত ছাড়াও সুইড বাংলাদেশের অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্নায়ুবিকাশ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে GIFT BOX বিতরণ অনুষ্ঠান ২০২৩
Event Date & Time: Sep 24, 2023 9:00 AM
SWID Bangladesh