সুইড সাংগঠনিক সাব-কমিটির সভা: ২৪ জুলাই ২০২৪ বুধবার বিকেল ৪:০০ টায়, আহমেদ আবদুর রহমান কনফারেন্স রুম, সুইড ভবন (৪র্থ তলা), ৪/এ ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।
Contact: [email protected]
SWID Bangladesh
Society for the Welfare of the Intellectually Disabled, Bangladesh

সুইড বাংলাদেশ নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা
Event Date & Time: Sep 23, 2023 3:30 PM

২৩ সেপ্টেম্বর ২০২৩ শনিবার বিকেল ৩:৩০ টায় সুইড বাংলাদেশ নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা এবং সুইড বাংলাদেশ নারায়ণগঞ্জ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সুইড বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনাব আবদুহু শাফি মাহমুদ ফারুক এবং বিদ্যালয়ের শিক্ষার্থী নিহালের মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুইড বাংলাদেশ নারায়ণগঞ্জ শাখার সভাপতি ও সুইড বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির কল্যাণ ও পুনর্বাসন সচিব ডা: মো: শাহনেওয়াজ চৌধুরী, কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মেন্টর জওয়াহেরুল ইসলাম মামুন, মহাসচিব মো: মুহবুবুল মুনির, যুগ্ম-মহাসচিব ইমেলদা হোসেন দীপা, সাংগঠনিক সচিব মাকসুদ আহমেদ শিকদার, সাংস্কৃতিক সচিব রাশিদা জেসমিন রোজী ও সুইড বাংলাদেশের সাবেক শিক্ষার্থী বর্তমানে চাকুরীরত, পুনর্বাসিত জনাব আদনান খান রাজিব। RAB-নারায়ণগঞ্জের কোম্পানী কমাণ্ডার জনাব কাজী শাহাবুদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ‘‘মমতাময় নারায়ণগঞ্জ'' এর প্রতিনিধি হাসান হাফিজুর রহমান বক্তব্য রাখেন এবং মমতাময় নারায়ণগঞ্জের পক্ষ থেকে সুইড বাংলাদেশকে বিভিন্ন ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মিসেস জেনিফার হক ও মিজানুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সুইড নারায়ণগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ফজলুল আমিন। অনুষ্ঠানে অভিভাবক, সুধীমণ্ডলীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দুর্ণীতি দমন কমিশন ও মমতাময় নারায়ণগঞ্জের সৌজন্যে প্রাপ্ত কিছু উপহার সামগ্রী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। সকল বক্তাগণ সুইড বাংলাদেশের কর্মকাণ্ডের সাথে বর্তমান সরকারের সম্পৃক্ততা ও অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা করেন। ’’জাতিসংঘ প্রতিবন্ধী অধিকার সনদ ২০০৬’’, ’’প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’’, ’’নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন ২০১৩’’ বিষয়গুলি বাস্তবায়নের জন্য প্রয়োগকারী সংস্থার কাছে জোর দাবি জানান। এই আইনের এবং কনভেনশনের বিধি-বিধান মোতাবেক কর্মপরিকল্পনা করে তা বাস্তবায়িত করা হলে সব ধরনের প্রতিবন্ধীদের জীবন মানের উন্নয়ন হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা যথা:- সমতা, মানবমর্যাদা ও বিচারের শাষণ প্রতিষ্ঠা হবে। প্রতিবন্ধিরা অবহেলিত থাকবে না, তারাও শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্য সেবা ও ক্রীড়া বিনোদনের মাধ্যমে সকলের সাথে তাল মিলিয়ে একসাথে এই সমাজ গড়ার কাজে আত্মনিয়োগ করতে পারবে। অনুষ্ঠান পরিচালনা করেন জনাব কমরুদ্দীন।

SWID Bangladesh
Copyright © 2023 | SWID Bangladesh | Technology Partner: Brain Code Ltd