সুইড বাংলাদেশ KAORU STAR RAFT AWARD 2023-এ ভূষিত : ASIAN RESOURCE CENTER, JAPAN এবং SEISA UNIVERSITY, JAPAN এর যৌথ উদ্যোগে প্রবর্তিত প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়নে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে স্বীকৃতি দিয়ে KAORU STAR RAFT AWARD 2023 এর জন্য সুইড বাংলাদেশকে মনোনীত করেছে। এজন্য আমরা KAORU STAR RAFT AWARD কমিটি এবং SEISA UNIVERSITY কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, প্রতি দুই বছর পরপর এই AWARD প্রদান করা হয়। ইতোপূর্বে ২০১৭ সালেও সুইড বাংলাদেশ এই AWARD লাভ করা সম্মান অর্জন করেছিল। এবছর সুইড বাংলাদেশের সাথে আরো ২ টি সংগঠনকে মনোনীত করা হয়েছে। একটি হলো TAIWAN PARENT'S ASSOCIATION FOR THE PERSONS WITH INTELLECTUAL DISABILITY তাদের বিষয়বস্তু ছিল THE RIGHTS I SHOULD KNOW: KNOW MORE ABOUT MY JOB AND MY MONEY আর সুইড বাংলাদেশের পক্ষ থেকে যে বিষয়বস্তুটি উপস্থাপন করা হয়েছিল সেটি হলো ADVANCEMENT JOURNEY FOR THE PERSONS WITH NEURO-DEVELOPMENTAL DISABILITIES IN BANGLADESH এবং MACAU এর বিষয়বস্তু ছিল WORLD EARTH DAY - এই সকল শিরোনামে লেখার জন্য TAIWAN PARENT'S ASSOCIATION, SWID BANGLADESH এবং MACAU কে এই KAORU STAR RAFT AWARD 2023-এ ভূষিত করা হয়েছে। এটি বাংলাদেশের জন্য বিশেষ করে সুইড বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানের এবং গৌরবের। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, ২০১৭ সালেও সুইড বাংলাদেশ এই সম্মানে ভূষিত হয়েছিল। এবছর ২৭ নভেম্বর ২০২৩ থেকে ১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ৫ দিন ব্যাপী ২৬তম এফিড সম্মেলন ম্যাকাউতে অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনের মঞ্চে সুইড বাংলাদেশকে এই ''KAORU STAR RAFT AWARD 2023'' আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। সুইড বাংলাদেশের পক্ষে ADVANCEMENT JOURNEY FOR THE PERSONS WITH NEURO-DEVELOPMENTAL DISABILITIES IN BANGLADESH লেখনীতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বিশেষ করে সুইড বাংলাদেশের সহকারী পরিচালক জনাব মাহমুদুল হাসান এ বিষয়ে অবদান রেখেছেন। আমরা আবারো KAORU STAR RAFT AWARD কমিটিকে সকৃতজ্ঞ ধন্যবাদ জানাই। - বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভুইয়া, সভাপতি ও মো. মাহবুবুল মুনির, মহাসচিব, সুইড বাংলাদেশ।
সুইড বাংলাদেশ KAORU STAR RAFT AWARD 2023-এ ভূষিত
Event Date & Time: Sep 30, 2023 9:02 AM
SWID Bangladesh