সুইড সাংগঠনিক সাব-কমিটির সভা: ২৪ জুলাই ২০২৪ বুধবার বিকেল ৪:০০ টায়, আহমেদ আবদুর রহমান কনফারেন্স রুম, সুইড ভবন (৪র্থ তলা), ৪/এ ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।
Contact: [email protected]
SWID Bangladesh
Society for the Welfare of the Intellectually Disabled, Bangladesh

৩২তম আন্তর্জাতিক ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৩
Event Date & Time: Dec 3, 2023 3:30 PM

সুইড বাংলাদেশ "৩২তম আন্তর্জাতিক ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৩" উদযাপন উপলক্ষে ৩ ডিসেম্বর ২০২৩ রবিবার বিকেল ৩:৩০ টায় বেলুনসহ ফেস্টুন উড়িয়ে উদ্বোধন, বর্ণাঢ্য শোভাযাত্রা, সুইড আলমগীর এম এ কবির মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সুইড বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূঁইয়া বেলুনসহ ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। সুইড জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, স্নায়ুবিকাশ প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। আলোচনা অনুষ্ঠানের শুরুতে প্রচার ও প্রকাশনা সচিব জনাব বকুল চন্দ্র মহন্ত নির্মিত এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রযোজিত আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রকাশিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সাংস্কৃতিক সচিব মিসেস রাশিদা জেসমিন রোজী। আলোচনা করেন সুইড জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রফেসর মোহাম্মদ আখতার হোসেন, প্রচার ও প্রকাশনা সচিব জনাব বকুল চন্দ্র মহন্ত, সাংগঠনিক সচিব জনাব মাকসুদ আহমেদ শিকদার, অর্থ সচিব জনাব যোবায়েদুর রহমান মিলন, যুগ্ম মহাসচিব জনাব আবুল কাশেম সানি এবং ভারপ্রাপ্ত মহাসচিব মিসেস ইমেইলদা হোসেন দীপা। মেন্টার জনাব জওয়ারুল ইসলাম মামুন তার আলোচনায় জানান, তিনি কিছুক্ষণ পূর্বে চায়নার বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাও থেকে ২৬ তম এফিড কনফারেন্স অংশগ্রহণ শেষে বাংলাদেশে এসে পৌঁছেছেন। তিনি একটি সুখবর নিয়ে এসেছেন আর তা হল - এফিডের এক্সিকিউটিভ বোর্ডে এ বছর সহ-সভাপতি হিসেবে সুইড বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূঁইয়া নির্বাচিত হয়েছেন এবং স্নায়ুবিকাশ প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য সুইড বাংলাদেশ kauru star raft award 2023 লাভ করেছে। অনুষ্ঠানে সভাপতির ভাষণ দেন সুইড বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূঁইয়া। সাংস্কৃতিক অনুষ্ঠানে সুইড ল্যাবরেটরী মডেল স্কুল, সুইড উইলস লিটল ফ্লাওয়ার শাখা এবং সুইড ভোকেশনাল ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

SWID Bangladesh
Copyright © 2023 | SWID Bangladesh | Technology Partner: Brain Code Ltd