

২৪ ডিসেম্বর ২০২৩ রবিবার সকাল ১০ টায় ৪ ইস্কাটন গার্ডেন, ঢাকায় সুইড বাংলাদেশের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী (সুইড দিবস ২০২৩) উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়ানো, উদ্বোধন, শোভাযাত্রা, সম্প্রীতি সমাবেশ, শুভেচ্ছা ও সংহতি প্রকাশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হয়, জাতীয় নির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভুইয়ার নেতৃত্বে সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপ্যাল মুহাম্মদ শাহ আলম, সহ-সভাপতি ড. সেলিনা আখতার, মহাসচিব মো. মাহবুবুল মুনির, যুগ্ম-মহাসচিব ইমেলদা হোসেন দীপা, যুগ্ম-মহাসচিব আবুল কাসেম সানি, অর্থ সচিব যোবায়েদুর রহমান মিলন, সাংগঠনিক সচিব মাকসুদ আহমেদ সিকদার, সাংস্কৃতিক সচিব রাশিদা জেসমিন রোজী, প্রচার ও প্রকাশনা সচিব বকুল চন্দ্র মহন্ত, সদস্য জনাব দীপঙ্কর অধিকারী, সদস্য জনাব শাহ আলম সরকার মিন্টু, সদস্য প্রফেসর আখতার হোসেন এবং সুইড কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ নূরুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এতে অংশগ্রহণ করেন। বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করেন সুইড বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভুইয়া, এসময় জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিশিষ্ট সমাজকর্মী ও সুইড মেন্টর জনাব জওয়াহেরুল ইসলাম মামুন, সুইড বাংলাদেশের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। এর পর একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, সুইড পরিবারের সকল সদস্য ও শুভানুধ্যায়ীগণ উক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ৪০০। পবিত্র কোরআন তেলাওয়াত ও অনুবাদ করেন সুইড রত্নগর্ভা শহীদ জননী খুরশিদ আরা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ সমিউল ইসলাম। স্বাগত ভাষণ দেন সুইড বাংলাদেশের মহাসচিব জনাব মো. মাহাবুবুল মুনির। শুভেচ্ছা জ্ঞাপন ও সংহতি প্রকাশ করেন, ন্যাশনাল লাইফ ইনশিওরেন্স এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক জনাব খুরশেদ আলম পাটোয়ারী, সুইড উপদেষ্টা পরিষদ সদস্য প্রফেসর ড. তাহমিদ মালিক আল হুসাইনী, ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র চৌধুরী, সাইট সেভারস ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি জনাব তালহা রহমান, জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি ও জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আখতার, স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর জনাব ফারুকুল ইসলাম, সুইড বাংলাদেশ জাতীয় কাউন্সিলের স্থায়ী কাউন্সিলর ও সুইড রমনা শাখার সভাপতি সাজেদা হুমায়ুন কবীর, বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপ্যাল মুহাম্মদ শাহ আলম, সুইড জাতীয় কাউন্সিলের প্রতিনিধি সৈয়দা জাহানারা বেগম, সম্ভব স্পেশাল স্কুলের প্রতিষ্ঠাতা পূর্ণজয় ব্যানার্জী টিংকু, সোয়াক এর চেয়ারম্যান সুবর্ণা চাকমা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও বাংলাদেশ ভিজুয়ালী ইমপেয়ার্ড সোসাইটি (ভিপস) এর সভাপতি ও সুইড উপদেষ্টা কমিটির সদস্য এ্যাড. মোশাররফ হোসেন মজুমদার, সুইড উপদেষ্টা কমিটির সদস্য প্রকৌশলী রেজাউল করিম, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি ও BERDO'র সভাপতি জনাব সাইদুল হক চুন্নু । সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভুইয়া সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সুইড ভকেশনাল ট্রেনিং স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, সুইড ল্যাবরেটরী মডেল স্কুলের শিক্ষার্থীবৃন্দ, স্ইুড উইলস লিটল ফ্লাওয়ার শাখার শিক্ষার্থীবৃন্দ, সুইড ধানমন্ডি শাখার শিক্ষার্থী আহনাফ নাফী, সোয়াক এর শিক্ষার্থী সাবাব, সুইড আউশনারা শাখার শিক্ষার্থীবৃন্দ, সুইড সরিষাবাড়ি শাখার শিক্ষার্থীবৃন্দ ও সুইড ভান্ডারিয়া শাখার শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন - ২৬ তম অঋওউ কনফারেন্সের থিম সং এ অংশগ্রহণকারী স্নায়ুবিকাশ প্রতিবন্ধী শিল্পী মোঃ তারেকুল আলম খন্দকার হীরককে যে সার্টিফিকেট প্রদান করা হয়েছিল তা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভুইয়ার হাত থেকে গ্রহণ করে। শেষে সুইড ভবনের ৪র্থ তলায় অবস্থিত আহমেদ আবদুর রহমান কনফারেন্স রুমে সুইড বাংলাদেশের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।