Meeting of the SWID Organizing Sub-Committee will be held on 12 February 2025 Wednesday 3:00 PM at Ahmed Abdur Rahman Conference Room, SWID Bhaban (3rd floor), 4/A Eskaton Garden, Dhaka.
Contact: [email protected]
SWID Bangladesh
Society for the Welfare of the Intellectually Disabled, Bangladesh

বার্ষিক মিলাদ মাহফিল ২০২৪
Event Date & Time: Jan 28, 2024 11:30 AM

২৮ জানুয়ারি ২০২৪ রবিবার বেলা ১১:৩০ টায় সুইড রত্নগর্ভা শহীদ জননী খুরশিদ আরা মসজিদে হাজী ছৈয়দ আহম্মদ ফাউন্ডেশনের সৌজন্যে এবং সুইড বাংলাদেশের আয়োজনে ‘‘বার্ষিক মিলাদ মাহফিল ২০২৪” অনুষ্ঠিত হয়। সুইড বাংলাদেশের মহাসচিব মো. মাহবুবুল মুনির এবং মেন্টর জওয়াহেরুল ইসলাম মামুন সহ সুইড কলেজ, সুইড ভকেশনাল ট্রেনিং স্কুল, সুইড ল্যাবরেটরী মডেল স্কুল এবং সুইড রমনা শাখার শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন। মাহফিল ও দোয়া পরিচালনা করেন সুইড রত্নগর্ভা শহীদ জননী খুরশিদ আরা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. সামিউল ইসলাম এবং ইস্কাটন গার্ডেন জামে মসজিদের হাফেজ মাওলানা হাবিব মাহমুদ।

SWID Bangladesh
Copyright © 2023 | SWID Bangladesh | Technology Partner: Brain Code Ltd