১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার বেলা ১১ টায় স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ‘বার্ষিক সাধারণ সভা ২০২৩’ সংস্থার ভাইস চেয়ারম্যান জনাব মশিউর রহমানের বাসভবনে ( হাউস # ২৮/সি, রোড-৮৩, গুলশান-২, ঢাকা) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের চেয়ারম্যান ড. শামীম মতিন চৌধুরী। মহাসচিব জনাব মো. মাহবুবুল মুনির সভায় সুইড বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগদান করেন। তিনি তার বক্তব্যে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের কার্যক্রমের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং আগামীতে সংস্থার সকল কার্যক্রমে পূর্ণ সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৪-২০২৬ মেয়াদের জন্য বোর্ড সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মহাসচিব জনাব মাহবুবুল মুনির স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ডিরেক্টর পদে নির্বাচিত হন। আরো উল্লেখ্য যে, সুইড জামালপুর শাখার ভাইস প্রেসিডেন্ট ও জামালপুর পৌরসভার মাননীয় মেয়র জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেনও উক্ত সভায় যোগদান করেন এবং তিনিও স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ডিরেক্টর পদে নির্বাচিত হন। সুইড বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সুইড বাংলাদেশের মহাসচিব জনাব মো: মাহবুবুল মুনির স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ডিরেক্টর পদে নির্বাচিত
Event Date & Time: Feb 1, 2024 11:00 AM
SWID Bangladesh