১১ তম জাতীয় ও ১৯ তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত: ২১ মার্চ ২০২৪ বৃহস্পতিবার সকাল ১০ টায় সুইড ভবনের ৭ম তলায় অবস্থিত 'সুইড বকুলমামুন মাল্টিপারপাস এরিনা'য় ১১ তম জাতীয় ও ১৯ তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উপলক্ষে সুইড বাংলাদেশ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এবছরের প্রতিপাদ্য ছিল "চিরাচরিত ধারণা শেষ, প্রবেশগম্যতায় স্মার্ট বাংলাদেশ" অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন সুইড বাংলাদেশের সাংস্কৃতিক সচিব মিসেস রাশিদা জেসমিন রোজী। আলোচনা করেন যুগ্ম-মহাসচিব জনাব আবুল কাসেম সানি। সভায় সভাপতিত্ব করেন মহাসচিব জনাব মো: মাহবুবুল মুনির। সাংস্কৃতিক অনুষ্ঠানে সুইড ভকেশনাল ট্রেনিং স্কুল, সুইড ল্যাবরেটরী মডেল স্কুল ও সুইড বাংলাদেশ ধানমন্ডি শাখার শিক্ষার্থীরা সমবেত, দ্বৈত ও একক নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুইড বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকর্তা মো. ইকবাল হোসেন, নৃত্য পরিচালনা করেন নৃত্য শিক্ষক রেশমী আবেদীন ও অমিত হাসান, ব্যানার ডিজাইন ও রিপোর্টিং করেন নির্বাহী কর্মকর্তা মো: রফিকুল আলম খন্দকার। সার্বিক ব্যবস্থাপনা করেন মহাসচিব মো: মাহবুবুল মুনির।
১১ তম জাতীয় ও ১৯ তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত
Event Date & Time: Mar 21, 2024 10:00 AM
SWID Bangladesh