

জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস উদযাপন উপলক্ষে সুইড বাংলাদেশ ১৭ মার্চ ২০২৪ রবিবার সকাল ১০ টায় ‘সুইড বকুলমামুন মাল্টিপারপাস এরিনা’য় আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত ভাষণ দেন সুইড বাংলাদেশের মেন্টর জওয়াহেরুল ইসলাম মামুন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সভাপতির ভাষণ দেন সুইড বাংলাদেশের মহাসচিব জনাব মো. মাহবুবুল মুনির। বক্তব্য রাখেন সুইড বাংলাদেশর যুগ্ম-মহাসচিব জনাব আবুল কাসেম সানি, প্রচার ও প্রকাশনা সচিব জনাব বকুল চন্দ্র মহন্ত, সাংস্কৃতিক সচিব রাশিদা জেসমিন রোজী, সুইড কলেজের অধ্যক্ষ জনাব মো. নূরুল ইসলাম, সুইড ল্যাবরেটরী মডেল স্কুলের অধ্যক্ষ সিম্মি সামাদ, স্ইুড রমনা শাখার প্রধান শিক্ষক তাহমিনা রহমান, সুইড ভকেশনাল ট্রেনিং স্কুলের প্রধান শিক্ষক মাসুদা খানম কনা, সুইড ধানমন্ডি শাখার প্রধান শিক্ষক সুরাইয়া খানম পান্না, সুইড কেয়ারারস এসোসিয়েশনের নির্বাহী সচিব সামসুন্নাহার লতা। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রচার ও প্রকাশনা সচিব বকুল চন্দ্র মহন্ত, সুইড ভকেশনাল ট্রেনিং স্কুলের প্রধান শিক্ষক মাসুদা খানম কনা, সুইড ল্যাবরেটরী মডেল স্কুলের প্রাক্তন ছাত্র আদনান খান রাজীব, সুইড ভকেশনাল ট্রেনিং স্কুলের শিক্ষার্থী মাইনুল ইসলাম সজীব, সুইড বাংলাদেশের অফিস সহায়ক মো. তারেকুল আলম খন্দকার হীরক, সম্মানিত অভিভাবক পারভীন সুলতানা ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে কবি জওয়াহেরুল ইসলাম মামুন রচিত “বঙ্গবন্ধুর জন্মদিনে” কবিতাটি আবৃত্তি করেন নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল আলম খন্দকার। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুইটি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার ছাড়াও অংশগ্রহণকারী সকলকে পুরস্কৃত করা হয়।