Friends 3,894 friends Md Abdur Rosid MOSTAFA KAMAL JATRA Afsana Akhter MD Jamal Jamal Jahan Jahan Zakia Silpi ট্রান্সফর্মেটিভ এডুকেশন বাংলাদেশ Rohan Bepare Taher Islam Life events Privacy · Terms · Advertising · Ad Choices · Cookies · · Meta © 2024 Posts Swid Bd is with Rashida Jesmin Rosy and 19 others . tSsornoepd h utlgciuh9t301t58a8g47ht4g8a16070ii1afa30ul1 3 586ll · Shared with Public Shohel Rana ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3h Reply Hide Swid Bd is with Resmi Abedin and 98 others . · Shared with Public Konu Iqbal বিনম্র শ্রদ্ধা 1w Reply Hide Swid Bd is with Rashida Jesmin Rosy and 19 others . · Shared with Public Sumi Sadaf ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 1w Reply Hide Swid Bd is with Rashida Jesmin Rosy and 19 others . · Shared with Public রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা: সুইড গেন্ডারিয়া শাখা পরিচালিত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আবুল কালাম এর সহ-ধর্মিণী নাদিরা আক্তার নাজমা দূরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হওয়ায় আজ ৪ মে ২০২৪ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে তার অপারেশন চলছে । তার দ্রুত পরিপূর্ণ সুস্থতার জন্য আমরা পরম করুণাময় আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া করছি এবং সকলকে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। - বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভুইয়া, সভাপতি … See more Md Monauarul Islam মহান আল্লাহ তালা যেনো সুস্থতা দান করেন আমিন 1w Reply Hide Swid Bd · Shared with Public https://m.facebook.com/story.php?story_fbid=980727050278999&id=100050251383835&mibextid=VhDh1V Resmi Abedin · আন্তর্জাতিক নৃত্য দিবস ২০২৪ মেলা ও নৃত্যানুষ্ঠানে সুইড ভকেশনাল ট্রেনিং স্কুল এর ছোট ছোট সোনামণি দের চমৎকার পরিবেশনা এবং প্রাণপ্রিয় অভিভাবকদের বিশ্ব নৃত্য দিবস… See more No insights to show Samsun Nahar Awesome 😍😍 2w Reply Hide Swid Bd · Shared with Public Internation Disability Art Festival 2024 উদযাপন উপলক্ষে British Council ও Bangladesh and International Theatre Group বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ২৬ ও ২৭ এপ্রিল ২০২৪ দুইদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে। এ উপলক্ষে সুইড বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে একটি স্টল স্থাপন করা হয়। সুইড বাংলাদেশের মহাসচিব মো: মাহবুবুল মুনির উক্ত স্টল পরিদর্শন করেন। উল্লেখ্য যে, ২৬ এপ্রিল ২০২৪ বিকেল ৩ টায় অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয় । সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা: দীপু ম… See more Swid Bd · Shared with Public আলহামদুলিল্লাহ। আজ ২৬ এপ্রিল ২০২৪ শুক্রবার থেকে সুইড ভবনের ৭ম তলায় অবস্থিত সুইড রত্নগর্ভা শহীদ জননী খুরশিদ আরা মসজিদে জুম্মার সালাত আদায় শুরু হলো। প্রথম জুম্মার সালাতে খতিবের দায়িত্ব পালন ও ইমামতি করেন হযরত মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক। Md Abdur Razzak আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।। 2w Reply Hide Swid Bd · Shared with Public সুইড বাংলাদেশের সহ-সভাপতি অ্যাড. মাহাবুবার রহমান তালুকদার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড মেম্বার নির্বাচিত হওয়ায় সুইড বাংলাদেশের সভাপতি, মহাসচিব ও জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান Swid Bd is with Rashida Jesmin Rosy and 19 others . · Shared with Public Shohel Rana Congratulations 3w Reply Hide Swid Bd · Shared with Public ##Special Olympics-এ সুইড বাংলাদেশের সাফল্য অর্জন: Special Olympics South Asia 7-A Side Unified Football Competition 2024-এ সুইড বাংলাদেশের ক্রীড়াবিদগণ অভূতপূর্ব সাফল্যে অনবদ্য অবদান রেখেছেন## ১৭ এপ্রিল ২০২৪ বুধবার থেকে ১৯ এপ্রিল ২০২৪ শুক্রবার পর্যন্ত ঢাকার বসুন্ধরা কিংস এরিনা স্টেডিয়ামে Special Olympics South Asia 7-A Side Unified Football Competition 2024 অনুষ্ঠিত হয়। স্বাগতিক দেশ বাংলাদেশের ২ টি পুরুষ টিম ও ২ টি মহিলা টিম মিলিয়ে মোট ৪ টি টিমসহ ভারত, হংকং, ইন্দোনেশিয়া ও মালদ্বিপের ফুটবল টিম অংশগ্রহণ করে। Special Olympics Bangladesh এর ব্যবস্থাপনায় ১৭ এপ্রিল এই প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Special Olympics Bangladesh এর সাবেক চেয়ারম্যান বিশিষ্ট মনোচিকিৎসক ও Beautiful Mind- এর প্রতিষ্ঠাতা ডাঃ শামীম মতিন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সুইড বাংলাদেশের শিক্ষার্থী শিল্পীগণ ফুটবল খেলা ভিত্তিক চমৎকার ডিসপ্লে প্রদর্শন করেন। 7-A Side Unified Football Competition এ স্নায়ুবিকাশ প্রতিবন্ধী খেলোয়াড় ছাড়াও প্রতিটি টিমে সাধারণ খেলোয়াড়গণ অন্তর্ভুক্ত বা একীভূত ছিলেন। এটি একটি Inclusive ধারণার প্রায়োগিক প্রদর্শন। পূরুষ ও মহিলা উভয় বিভাগে বাংলাদেশ দল চ্যাম্পিয়নশীপ অর্জন করে। বাংলাদেশী ৪ টি টিমের ২৪ জন প্রতিবন্ধী খেলোয়াড়ের মধ্যে ১৪ জনই ছিল সুইড বাংলাদেশের খেলোয়াড়। ফাইনাল খেলা শেষে ট্রফি বিতরণ করা হয়। Special Olympics Asia Pacific Region এর প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর জনাব দীপক নাটালি ও এনডিডি সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ আলম, Special Olympics Bangladesh এর চেয়ারম্যান জনাব মশিউর রহমান, Special Olympics Bangladesh এর সাবেক চেয়ারম্যান ডাঃ শামীম মতিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মিসেস মমতাজ সুলতানা, সুইড বাংলাদেশের মহাসচিব ও Special Olympics Bangladesh এর অন্যতম ডাইরেক্টর জনাব মাহবুবুল মুনির, ন্যাশনাল ডিরেক্টর জনাব ফারুকুল ইসলাম সহ পরিচালকবৃন্দ, অভিভাবক, শিক্ষক, কোচ ও ক্রীড়াবিদগণ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, ১৯৯৪ সালে সুইড বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশে Special Olympics কার্যক্রম শুরু হয়। সুইড বাংলাদেশ তাই Special Olympics Bangladesh এর সকল সাফল্য, অর্জন ও কৃতিত্বের গর্বিত ও সম্মানিত অংশীদার।
##Special Olympics-এ সুইড বাংলাদেশের সাফল্য অর্জন: Special Olympics South Asia 7-A Side Unified Football Competition 2024-এ সুইড বাংলাদেশের ক্রীড়াবিদগণ অভূতপূর্ব সাফল্যে অনবদ্য অবদান রেখেছেন##
Event Date & Time: Apr 19, 2024 12:01 AM
SWID Bangladesh