আগামী ২৫ অক্টোবর ২০২৪ তারিখ রোজ শুক্রবার সকাল ১০:০০ টায় “আহমেদ আবদুর রহমান কনফারেন্স রুম”, সুইড ভবন (৪র্থ তলা), ৪/এ ইস্কাটন গার্ডেন, ঢাকায় সুইড বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটির ৯ম নিয়মিত সভা অনুষ্ঠিত হবে।
Contact: [email protected]
SWID Bangladesh
Society for the Welfare of the Intellectually Disabled, Bangladesh

জাপানে অনুষ্ঠিত "১৩তম এ্যাগোনারী-২০২৪" তে অংশগ্রহণকারী প্রতিনিধি দলকে বরণ ও নলেজ শেয়ারিং এবং নৃত্য বিষয়ে এওয়ার্ড প্রাপ্তিতে শিক্ষক ও স্কাউট লিডার রেশমী আবেদীনকে সম্মাননা প্রদান অনুষ্ঠান
Event Date & Time: Aug 22, 2024 11:00 AM

স্কাউট এসোসিয়েশন অব জাপান বিশেষ চাহিদাসম্পন্ন স্কাউটদের নিয়ে ৮ থেকে ১২ আগস্ট ২০২৪ পর্যন্ত ন্যাশনাল বান্দাই ইয়ুথ ফ্রেন্ডশীপ সেন্টার, ফুকুশিমা, জাপানে "১৩তম নিপ্পন এ্যাগোনারী-২০২৪" আয়োজন করে। বাংলাদেশ থেকে মোট ৪ জন উক্ত এ্যাগোনারীতে যোগদান করে এদের মধ্যে সুইড বাংলাদেশ স্কাউট গ্রুপ থেকে স্কাউট লিডার রোজিনা আক্তার কন্টিনজেন্ট লিডার হিসেবে, রাশিদা খাতুন রুম্পা স্কাউট হিসেবে এবং কল্যানী ইনক্লুসিভ স্কুল, মালিবাগ থেকে মঈন আজাদ কিশোর ও হামীম ইশফার স্কাউট হিসেবে যোগদান করেন। সুইড ভকেশনাল স্কুলের শিক্ষক ও স্কাউট লিডার রেশমী আবেদীন গত ২৯ জুন ২০২৪ রবিবার ঝিনাইদহ শিল্পকলা একাডেমী থেকে নৃত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক-২০২৪ অর্জন করেন। ২২ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার সকাল ১১ টায় সুইড ভবনে জাপানে অনুষ্ঠিত "১৩তম এ্যাগোনারী-২০২৪" তে অংশগ্রহণকারী প্রতিনিধি দলকে বরণ ও নলেজ শেয়ারিং এবং নৃত্য বিষয়ে সম্মাননা পদক-২০২৪ প্রাপ্তিতে নৃত্য শিক্ষক রেশমী আবেদীনকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুইড বাংলাদেশের মহাসচিব জনাব মোঃ মাহবুবুল মুনির। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুইড বাংলাদেশের মেন্টর কবি জওয়াহেরুল ইসলাম মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের যুগ্ম-মহাসচিব জনাব আবুল কাশেম সানি ও সাংস্কৃতিক সচিব জনাব রাশিদা জেসমিন রোজী। স্কাউট লিডার রোজিনা আক্তার, স্কাউট রাশিদা খাতুন রুম্পা, স্কাউট মঈন আজাদ কিশোর ও স্কাউট হামীম ইশফার ৮ থেকে ১২ আগস্ট ২০২৪ পর্যন্ত জাপানে অনুষ্ঠিত‘১৩তম এ্যাগোনারী-২০২৪’ তে অংশগ্রহণ বিষয়ে তার অভিজ্ঞতা বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে এ্যাগোনারীতে অংশ্রগহণকারী সকলকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। শিক্ষক ও স্কাউট লিডার রেশমী আবেদীন নৃত্য বিষয়ে ঝিনাইদহ শিল্পকলা একাডেমী থেকে প্রাপ্ত সম্মাননা পদক-২০২৪ প্রাপ্তিতে তার অনুভূতি ব্যক্ত করেন। সুইড বাংলাদেশের পক্ষ থেকে তাকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম-মহাসচিব জনাব আবুল কাশেম সানি, সাংস্কৃতিক সচিব জনাব রাশিদা জেসমিন রোজী, কল্যানী ইনক্লুসিভ স্কুল, মালিবাগ এর প্রধান শিক্ষক জেবুন্নেছা বেগম পান্না, সুইড ল্যাবরেটরী মডেল স্কুলে প্রধান শিক্ষক শিম্মি সামাদ, সুইড ভকেশনাল ট্রেনিং স্কুলের প্রধান শিক্ষক মাসুদা খানম কনা, যুগ্ম-মহাসচিব জনাব আবুল কাশেম সানি ও সাংস্কৃতিক সচিব জনাব রাশিদা জেসমিন রোজী। সভাপতির বক্তব্য রাখেন সুইড বাংলাদেশের মহাসচিব এবং সুইড স্কাউট গ্রুপের সভাপতি জনাব মোঃ মাহবুবুল মুনির। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সুইড বাংলাদেশের মেন্টর জওয়াহেরুল ইসলাম মামুন। সুইড বাংলাদেশের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ, সুইড কলেজের অধ্যক্ষ ও প্রভাষকবৃন্দ, সুইড ল্যাবরেটরী মডেল স্কুলের শিক্ষকবৃন্দ এবং সুইড ভকেশনাল ট্রেনিং স্কুলের শিক্ষকবৃন্দ এবং স্কাউট রাশিদা খাতুন রুম্পা, স্কাউট মঈন আজাদ কিশোর এবং স্কাউট হামীম ইশফার এর মাতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

SWID Bangladesh
Copyright © 2023 | SWID Bangladesh | Technology Partner: Brain Code Ltd