৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গিফট বক্স বিতরণ। ৩ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার বেলা ১১:৩০ টা, সুইড বকুলমামুন মাল্টিপারপাস এরিনা, সুইড ভবন (৭ম তলা), ৪/এ ইস্কাটন গার্ডেন, ঢাকা ১০০০।
Contact: [email protected]
SWID Bangladesh
Society for the Welfare of the Intellectually Disabled, Bangladesh

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাতে রসুল (সাঃ) পরিবেশন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Event Date & Time: Sep 17, 2024 10:30 AM

১৭ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার সকাল ১০:৩০ টায় সুইড রত্নগর্ভা শহীদ জননী খুরশিদ আরা মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ ) উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাতে রসুল (সাঃ) পরিবেশন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুইড বাংলাদেশের মেন্টর জওয়াহেরুল ইসলাম মামুন, সুইড বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রিন্সিপ্যাল মুহাম্মদ শাহ আলম, মহাসচিব মোঃ মাহবুবুল মুনির, সাংস্কৃতিক সচিব রাশিদা জেসমিন রোজী ও সুইড বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। সুইড ভকেশনাল ট্রেনিং স্কুল, সুইড ল্যাবরেটরী মডেল স্কুল, সুইড রমনা শাখা, সুইড উইলস লিটল ফ্লাওয়ার শাখা ও সুইড মোহাম্মদপুর শাখার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশন করেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সুইড গেন্ডারিয়া শাখার প্রধান শিক্ষক ও সুইড মসজিদের খতিব মুফতি মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক। তাকে সহযোগিতা করেন সুইড মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ সামিউল ইসলাম ও সুইড উইলস লিটল ফ্লাওয়ার শাখার প্রধান শিক্ষক ও সুইড মসজিদের মোয়াজ্জিন মাওলানা মোঃ ইয়াকুব আলী।

SWID Bangladesh
Copyright © 2023 | SWID Bangladesh | Technology Partner: Brain Code Ltd